গুজরাতের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতল বাংলা। ৮ উইকেটে জিতলেন সুদীপ ঘরামিরা। রাজকোটে প্রথমে ব্যাট করে গুজরাত তোলে ২৮৩ রান। সুদীপ ঘরামি এবং অনুষ্টুপ মজুমদারের শতরানে বাংলা বিজয় হজারের কোয়ার্টার ফাইনালে উঠল ৪ ওভার বাকি থাকতেই।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুদীপ। মুকেশ কুমার এবং আকাশ দীপ দক্ষিণ আফ্রিকায় যাওয়ায় এই ম্যাচে বাংলার পেস আক্রমণ সামলান ঈশান পোড়েল এবং মহম্মদ কইফ। সেই সঙ্গে অভিষেক হয় সুমন দাসের। তিনি বাংলার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ২ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন স্পিনার প্রদীপ্ত প্রামাণিকও। একটি করে উইকেট নেন করণ লাল, ঈশান এবং কইফ। বাংলার বোলারদের দাপটে গুজরাতের ব্যাটারেরা বড় রানের জুটি গড়তে পারেননি।
গুজরাতের হয়ে শতরান করেন প্রিয়ঙ্ক পঞ্চল। ১১৪ বলে ১০১ রান করেন গুজরাতের ওপেনার। কিন্তু অন্য ওপেনার উরভিল পটেল মাত্র ৯ রান করে রান আউট হয়ে যান। ক্ষিতিজ পটেল তিন নম্বরে নেমে ৭ রান করেন। কিন্তু ২ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলে গুজরাত। সৌরভ চৌহান এবং প্রিয়ঙ্ক ৯৪ রানের জুটি গড়েন। ৫৩ রান করে আউট চৌহান। এই ম্যাচে খেলেন অক্ষর পটেল। তবে তিনি ১৭ রানের বেশি করতে পারেননি।
অবশেষে ২৮৪ রানের টার্গেট দেয় গুজরাত যদিও বাংলার কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি একটা সময় ৭৭ রানে দুটো উইকেট পড়ে যায় বাংলা। কিন্তু সেইখান থেকে দলকে জেতালেন সুদীপ এবং অনুষ্টুপ। দু’জনেই শতরান করে অপরাজিত থাকেন। ১৩২ বলে ১১৭ রান করেন সুদীপ। অনুষ্টুপ করেন ১০২ রান।