বার্সেলোনার ঘরের মাঠে বার্সাকে হারিয়ে জিরোনা হলো পৌঁছালো লা লিগার শীর্ষতম স্থানে। রবিবার লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল জিরোনা।
মৌসুম শুরু থেকেই দারুণ খেলতে থাকা জিরোনা রোববার (১০ ডিসেম্বর) রাতে বার্সেলোনার মাঠে ৪-২ গোলে জয় পেয়েছে। এই জয়ে আবারো টেবিলের শীর্ষস্থান পুনরুত্থান করল তারা।
ঘরের মাঠে দাপট দেখিয়েছে বার্সেলোনা। আক্রমণেও এগিয়ে ছিল তারা। তবে ম্যাচের প্রথম গোল পায় জিরোনা। ম্যাচের ১২ মিনিটে ভিক্টর সিগানকভের পাস ডি-বক্সে পেয়ে বল জালে জড়ান আর্টেম ডভবাইক। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৯ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি।
তবে ম্যাচের যোগ করা সময়ে গুন্ডোগানের গোল বার্সার ফিরে আসার ইঙ্গিত দেয়। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্টুয়ানি জিরোনার হয়ে চতুর্থ গোল করলে বার্সেলোনার হার নিশ্চিত হয়।
১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট ৪১। চলতি মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। আর ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বার্সেলোনা।
ঘরের মাঠে এই হার কিন্তু খুব ভালো চোখে নিচ্ছেন না বার্সেলোনা সমর্থকেরা, আর এই হারের ফলে বার্সেলোনার কোর্স জাবির উপরে কিন্তু চাপ সৃষ্টি হয়েছে।
যদিও এই ম্যাচে বার্সেলোনা খুব একটা খারাপ খেলেনি কিন্তু মেসেজ শেষ কথা বলে ম্যাচের গোল এবং ম্যাচের ফলাফল আর সেখানে কিন্তু বার্সেলোনা পিছিয়ে গিয়েছে।