সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে স্মার্টফোন ব্যবহারকারীদের সংখ্যা। তবে গ্রাহক বাড়লেও টেলিকম দুনিয়ায় অপারেটর কমেই চলেছে। বর্তমানে বাজারে গুটিকতক টেলিকম অপারেটর রয়েছে। যার মধ্যে Jio, Airtel, Vi সকলেই রিচার্জের দাম বাড়িয়ে চলেছে। তবে গ্রাহকদের কথা ভেবে একেরপর এক সস্তা প্ল্যান লঞ্চ করেছে BSNL।
বাজারের বাকি কোম্পানিগুলি ইতিমধ্যেই ফোরজি থেকে ফাইভজি লঞ্চ করে দিলেও টেকনোলোজিগত দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে BSNL। রাষ্ট্রতত্ত্ব সংস্থা হওয়ার পরেও এখনও বিএসএনএল গ্রাহকেরা শুধুমাত্র 3G পরিষেবা ই পান। কিছু অঞ্চলে অবশ্য 4G ট্রায়াল শুরু হয়েছে, তবে সমগ্র ভারতে ফোরজি চালু হয়নি। তবে কোম্পানি সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে চলেছে।
ইন্টারনেটের যুগে সকলেই হাইস্পীড নেটের জন্য জিও বা এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মত কোম্পানির কাছে যেতে চাইছে ঠিকই। তবে সস্তায় বেশি দিনের ভ্যালিডিটি দেওয়ার দৌলতে অনেকেই বিএসএনএল ব্যবহার করছেন। আরও ভালোভাবে বলতে গেলে যারা দুটি সিম কার্ড ব্যবহার করেন তাদের কাছে একটি অন্য কোম্পানি হলেও আরেকটি বিএসএনএল এর সিম থাকছে। সম্প্রতি এমনই আরও একটি সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে। সেই সম্পর্কেই আজকের প্রতিবেদনে জানাবো।
নতুন যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে তাঁর দাম মাত্র ৮৮ টাকা। ৮৮ টাকার এই রিচার্জ করলেই ৩০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। বাকি কোম্পানিগুলির যেখানে প্রতিমাসের রিচার্জ ১০০ ছাড়িয়েছে সেখানে ৮৮ টাকার রিচার্জ বের করে গ্রাহকদের কিছুটা হলেও উপকার করল বিএসএনএল। তাছাড়া জিও, এয়ারটেল এ ২৪ দিনের ভ্যালিডিটির রিচার্জের দামই প্রায় ১৫৫ টাকা। তাই সস্তায় মোবাইল পরিষেবা পেতে আরও বেশি গ্রাহক বিএসএনএল এ অন্তুর্ভুক্ত হবেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ৮৮ টাকার রিচার্জ করলে ৩০ দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড কলিংয়ের সুযোগ থাকবে না। বদলে ১০ পয়সা ও ৩০ পয়সার বিনিময়ে কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে BSNL to BSNL ১০ পয়সা ও BSNL to Others এর ক্ষেত্রে ৩০ পয়সা চার্জ করা হবে। এছাড়াও বলে রাখা ভালো এই প্ল্যানের সাথে আলাদা করে কোনো এসএমএস পাওয়া যাবে না।