ধরুন আপনার টাকার খুব দরকার, যেমন ঘর বানাতে, বাচ্চার পড়াশোনার জন্য, কোন রোগের চিকিৎসার জন্য ইত্যাদি এবার এই সময়ে যদি আপনার কাছে টাকা না থাকে আর এরকম বড় একটা amount এর টাকা আপনি কখনোই কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবদের কাছে চাইতে না পারে তখন আপনার একমাত্র রাস্তা থাকবে লোন।
লোন কত প্রকার সেটা জানার পূর্বে আমাদেরকে এটা বুঝতে হবে কোন বিষয়ের উপর ভিত্তি করে একটা ব্যাংক একটা ব্যক্তিকে লোন দিয়ে থাকে? ব্যাংক সাধারণত দুটো উপায়ে ব্যক্তিকে লোন দিয়ে থাকে,
- প্রথমত, কোন কিছুর আমানত রেখে একে বলা হয় secure loan,
- দ্বিতীয়ত, কোন কিছুর আমানত না রেখে যাকে বলে unsecured loan
secure loan লোনের ক্ষেত্রে ব্যাংক কোন কিছু আমানত নিজের কাছে সুরক্ষা হিসেবে রেখে কোন ব্যক্তিকে লোন দিয়ে থাকে এই লোনের সুবিধা এটাই যে এই লোনে কম সুদের হার দিতে হয়।
কিন্তু unsecured loan লোন এর ক্ষেত্রে ব্যাংক কোন কিছু আমানত রাখে না এবং ব্যক্তিকে লোন দিয়ে দেয় এই কারণেই ব্যাংক বেশি সুদের হার নিয়ে থাকে। যেমন, পার্সোনাল লোন, বিজনেস লোন ইত্যাদি।
লোন সাধারণ ভাবে 6 প্রকারের হয়ে থাকে। যেমন –
- Home লোন
- Education লোন
- Car লোন
- Personal লোন
- Business লোন
- Gold লোন
1- Home লোন
যখন কোনো ব্যক্তি নিজের বাড়ি বানাবার জন্য বা কেনার জন্য যেকোনো financial institutions থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ধার নেয় এবং তা আবার সময় এর মধ্যে সুদ সমেদ ব্যাংকে ফেরত দেয় দেয় তাকে home লোন বলে।
2- Education লোন
ধরুন আপনি একজন student এবার আপনি আপনার education এর খরচ নিজে চালাতে চান বা others কোনো problem এর জন্য আপনাকে আপনার education এর খরচ নিজেকেই দিতে হয় সেক্ষেত্রে এই লোন আপনাকে সাহায্য করতে পারে।
প্রথমে আপনি আপনার education এর জন্যে ব্যাংক থেকে লোন নিলেন তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে তা সুদ সমেত ফেরত দিয়ে দিলেন একেই education লোন বলে।
3- Car লোন
আপনি ধরুন একটা নতুন বা second hand car কিনতে চান। কিন্তু তখন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তখন আপনি সেই ক্ষেত্র car লোন use করতে পারেন।
4- Personal লোন
personal লোন এর কোনো security থাকে না। এটা একটা Unsecured লোন। এখানে interest এর মান অনেক বেশি থাকে।
5- Business লোন
আপনি যদি এখন Business করছেন বা business শুরু করতে চাইছেন এবং এর জন্য আপনার যদি টাকা লাগে তাহলে আপনি Business লোন নিতে পারেন।
6- Gold লোন
আপনি যদি অল্প সময়ের জন্য লোন নিতে চান যেমন 1 বছর বা 2 বছর এর জন্য বা ধরুন আপনি বাড়ি কেনার জন্য বা business এ urgent কোনো টাকা লাগলে, তখন আপনি গোল্ড লোন নিতে পারেন। এখানে 3 থেকে 4 বছর এর জন্য লোন দেওয়া হয়। আর এখানে অনেক বেশি amount এর টাকা দেওয়া হয় না।