প্রতারকেরা কি আপনাকে মেসেজ বা কল করছে ?জেনে নিন সোশ্যাল মিডিয়াতে কি কি ভাবে আপনার উপর প্রতারণা হতে পারে আর সেইগুলো থেকে বাঁচার উপায়।
এই শেয়ার কিনলে একেবার লাখপতি হবেন! অমুক সংস্থায় ইনভেস্টমেন্ট করলে অল্পদিনেই চমকদার রিটার্ন! কিংবা ‘সহজে রোজগারের উপায়’-এমন কতশত প্রলোভন থাকে মেসেজে। কখনও ইনবক্সে এসে জমে এমন মেসেজ। আবার কখনও হোয়াটসঅ্যাপে আসে এমন মেসেজ। অধিকাংশ সময়েই সেখানে লিঙ্ক থাকে- যেখানে ক্লিক করতে বলা হয়। অনেকসময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাজ করে নেওয়াও হয়ে থাকে। এখানে ক্লিক করলেই সাড়ে সর্বনাশ- কারণ উল্টোদিকে জাল পেতে রয়েছে প্রতারকরা।
Country Code: অনেক সময় এমন নম্বর থেকে মেসেজ আসে যেটা ভারতের নম্বরই নয়। অনেকসময়েই নম্বরের শুরুতে দেখা যায় +62 রয়েছে। যা ভারতের এক্সটেনশন নয়। এটি ইন্দোনেশিয়ার এক্সটেনশন (Spam Call)। এমন নম্বর থেকে মেসেজ দেখলেই সতর্ক হবেন। ইদানিং এমন বহু ঘটনায় এমন এক্সটেনশন থাকা নম্বর থেকেই মেসেজ আসছে। সেখানকার কোনও লিঙ্কে ক্লিক করলে অথবা সেই নম্বরে কোনওরকম ব্যক্তিগত তথ্য দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
কী কী ধরনের প্রতারণার ফাঁদ?
- ১. শেয়ার বা স্টক মার্কেটে দুরন্ত টিপস দেওয়ার লোভ দেখানো হয়।
- ২. অল্প কিছু টাকা দিলে আপনার হয়ে স্টক মার্কেটে টাকা খাটিয়ে মোটা লাভ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
- ৩. কখনও কোনও গ্রুপে জয়েন করলে ব্যবসার মাধ্যমে আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই গ্রুপে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট অর্থমূল্য পাঠাতে বলা হয়
- ৪. সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখা এবং লাইক দেওয়ার মাধ্যমে মোটা রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয়।
- ৫. বাড়ি বসে কাজ করার সুযোগে আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়।
- উপরিউক্ত বিষয়গুলির সঙ্গে লোভনীয় নানা প্রতিশ্রুতি নিত্যনতুন আসতে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই কথা এগোলে শুরুতে কিছু টাকা দেওয়ার কথা বলা হয়- সেখান থেকেই শুরু হয় প্রতারণার আসল ঘটনা। অনেকসময় প্রথম প্রথম অল্প কিছু টাকা দেওয়া হয়- বিশ্বাস অর্জনের পর এক লহমায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হয়েছে- এমন ঘটনাও ঘটেছে। টাকা দেওয়া তো দূর, এই নম্বরে কোনওরকম ব্যক্তিগত তথ্যও একেবারেই দেওয়া উচিত না।
কী কী করতে হবে?
- ১. এমন নম্বর থেকে ফোন এলে কোনওভাবেই ফোন তোলা যাবে না,ফোন কেটে দেবেন।
- ২. যতই লোভনীয় প্রতিশ্রুতি বা অফার থাকুক, ওই নম্বরে কলব্যাক বা মেসেজ করবেন না। বিশেষ করে বিদেশের কোনও এক্সটেনশন থেকে ফোন বা মেসেজ এলে।
- ৩. বারবার এমন ফোন বা মেসেজ এলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ওই নম্বর ব্লক করে রিপোর্ট করে দিবেন।
- ৪. হোয়াটসঅ্যাপে এমন কল আটকানোর জন্য- হোয়াটসঅ্যাপে তিনটি ডটের চিহ্নে ক্লিক করে সেটিংস থেকে প্রাইভেসি সেকশনে দিয়ে কল অপশন বেছে নিয়ে সেখান থেকে Silence Unknown Caller সিলেক্ট করা যায়।