আপনার টাকার প্রয়োজন? আর এমনই এক সময়ে কেও আপনার পাশে নেই , এই সময় আপনাকে সাহায্য করতে পারে পার্সোনাল লোন। যেহেতু খুব দ্রুত টাকা পাবেন তাই এই লোনে আপনাকে তুলনামূলক ভাবে বেশি সুদ দিতে হতে পারে। যদিও বিপদের সময়ে অথবা প্রয়োজনে টাকা হাতে পেলে আপনার সুবিধাই হবে।
এখন অনলাইনের যুগে লোন ও ঘরে বসে অনলাইনে পেতে পারেন। খুব সহজেই এই লোনের আবেদন জমা দিতে পারবেন। জমা দেওয়ার পর খুব তাড়াতাড়িই অনুমোদনও পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও পার্সোনাল লোনের জন্য আপনাকে কোম্পানির নির্দিষ্ট কিছু শর্তাবলী মেনে চলতে হবে। তার সঙ্গেই জমা দিতে হবে কিছু জরুরি নথি।
Contents
1- মাসিক আয়:
অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করার সময় নির্ণায়ক হিসেবে সব থেকে বেশি ভূমিকা পালন করে আপনার মাসিক আয়। এটি নির্ধারণ করে যে আপনি লোন পাবার যোগ্য কি না।
অভিজ্ঞ টিপস: আপনি যদি অন্যের টাকা নিজের ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন তবে এই বিষয়টিকেও লোনদাতারা নিজের মাসিক ইনকাম হিসেবে ধরে।
2- ক্রেডিট স্কোর:
এছাড়াও অনলাইনে পার্সোনাল লোন পাওয়ার জন্য প্রয়োজন ভালো ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর ভালো বুঝবো কিভাবে? ক্রেডিট স্কোর 300 থেকে 900 পর্যন্ত হতে পারে এর মধ্যে ৭৫০ এর বেশি ক্রেডিট স্কোরকে যথেষ্ট মনে করা হয় এক রকম লোন নেওয়ার ক্ষেত্রে।
আপনার জানা প্রয়োজনীয়: ক্রেডিট স্কোর কি এবং কিভাবে কাজ করে?
3- কোম্পানির সুনাম:
আপনি যে কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির সুনামের উপরেও নির্ভর করে পার্সোনাল লোন পাওয়ার ভাগ্য।
4- আগের লোন পরিশোধ:
ক্রেডিট স্কোর ছাড়াও সেই ব্যক্তির লোন শোধ করার ইতিহাস দেখা হয়। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যদি পূর্বের লোন নিয়ে থাকেন এবং আপনি কেমন ভাবে সেই লোনটা শোধ করেছেন এই বিষয়টা। কারণ লোনদাতা পুরনো ইতিহাস দেখে আপনার বিষয়ে যাচাই করে নিতে পারবে যে আপনি লোন নেওয়ার যোগ্য কিনা।
5- ব্যাঙ্কের সঙ্গে সম্পর্ক:
যদিও বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না তবুও ব্যাঙ্কের সঙ্গে আপনার সম্পর্কের উপরেও নির্ভর করবে, আপনার পার্সোনাল লোন পাওয়ার সম্ভাবনা।
অনলাইনে কোথায় আবেদন করবেন?
সব ব্যাঙ্ক, NBFC, আর্থিক সংস্থার ওয়েবসাইট থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন জানানো যাবে। যে ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিতে হবে, এমন কোনও নিয়ম নেই। চাইলে অন্য যে কোনও ব্যাঙ্কের ওয়েবসাইটে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন।
অনলাইনে পার্সোনাল লোন পেতে যা যা প্রয়োজন –
- মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।
- আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার বর্তমান ঠিকানা থাকতে হবে।
- যে কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টে প্রতি মাসে মাইনে জমা হয়।
- এছাড়াও ব্যাঙ্কের সঙ্গে সেই নম্বর লিঙ্ক থাকতে হবে, যেটি আপনার আধারের সঙ্গে লিঙ্কড রয়েছে।
- পাশাপাশিই আবার সব KYC নথির কপি আপনার কাছে থাকতে হবে। ভিডিয়ো KYC-র জন্য এই নথি প্রয়োজন হবে।
- আপনার ইমেল আইডি থেকে কোনও মেল পাঠানোর ব্যবস্থা চালু থাকতে হবে।