আপনি কি ইনস্টাগ্রাম রেগুলার পোস্ট করছেন ফটো বা রিল পোস্ট করেন, কিন্তু আপনার ফটো বা রিল কোনটাই ভাইরাল হচ্ছে না, না ভিউ আসছে ,না আপনার ফলোয়ারও বাড়ছে। আপনার সঙ্গেও কি এরকম হচ্ছে তাহলে এখানে নিজের আর্টিকালে কিছু এমন টিপস দেওয়া থাকল যেগুলো যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার ভিডিও ফটো বা আপনার একাউন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকছে।
এই আর্টিকেলটিতে বলা পাঁচটা বিষয়ে ফলো করে সহজেই আপনি ফলোয়ার বাড়িয়ে ফেলতে পারেন ওই পাঁচটি বিষয় কি কি? সেটা নিচে আলোচনা করা হলো।
- ভুয়ো ফলোয়ার্স কেনা থেকে সাবধান
- ভালো ইউজার নেম তৈরি করুন
- বায়ো-তে ভালো ভাবে লিখুন
- অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন
- সঠিক সময় বুঝে পোস্ট করুন
Contents
1- ভুয়ো ফলোয়ার্স কেনা থেকে সাবধান
ইন্টারনেটে অনেক ওয়েবসাইট বা ট্রিক রয়েছে যেখান থেকে ভুয়ো ফলোয়ার্স কেনা যায়। কিন্তু, এই ভাবে বাড়ার থেকে উল্টে ইন্সটাগ্রামের শ্যাডো ব্যানের কোপে পড়বে অ্যাকাউন্ট। যেহেতু সংস্থা এই ধরনের কার্যকলাপে সম্মতি দেয়না, কেউ যদি ভুয়ো ফলোয়ার্স কেনে তাহলে প্রোফাইলের গ্রোথ কমে যাবে।
যে ভুয়ো ফলোয়ার্সগুলি কিনতে পাওয়া যায় সেগুলি আসল ইউজার হয় না। অজস্র বট ব্যবহার করা হয় এর জন্য। তাই এই ভাবে কোনওদিনই ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স বাড়াতে পারবেন না।
2- ভালো ইউজার নেম তৈরি করুন
প্রোফাইল নেম ও ইউজার নেমে যদি কিওয়ার্ড থাকে তাহলে সেটি অন্যান্য ইউজারদের কাছে পৌঁছনোর সম্ভাবনা বেড়ে যায়। এই কিওয়ার্ড সহজ এবং নির্দিষ্ট হওয়া উচিত। যা ইউজারের পেজ বা তাঁর কনটেন্টকে প্রতিফলিত করে। পাশাপাশি ইন্সটাগ্রামের সঙ্গে যুক্ত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একই ইউজার নেম ব্যবহার করার চেষ্টা করুন। ইউজার নেম সেরকম হবে যেটি মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাবে এবং সেটি খুব কঠিন হবে না, একটা ইউনিক টাইপের ইউজার নেম তৈরি করুন।
3- বায়ো-তে ভালো ভাবে লিখুন
ইনস্টাগ্রাম বায়ো আকর্ষণীয় হলে তবেই প্রোফাইলের প্রতি আগ্রহ তৈরি হয় মানুষের। আর সেটা যদি ভালো না হয় তাহলেই মুশকিল। কনটেন্ট ক্রিয়েটর হলে দক্ষতা প্রতিফলিত হয় সেই ভাবে বায়ো তৈরি করুন। সাধারণ ইউজাররা নিয়মিত যেমন পোস্ট করেন সেই অনুযায়ী ঠিক করুন বায়ো। বায়ো হিট হলে তবেই গ্রোথ হবে ইন্সটাগ্রাম প্রোফাইল, বাড়বে ফলোয়ার্স।
4- অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন
এখন মেটার নতুন ফিচারে একটা ক্লিকেই ইন্সটা থেকে ফেসবুক আবার ফেসবুক থেকে ইন্সটায় চলে আসা যায়। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, থ্রেডস এবং অন্যান্য চ্যানেলে রেগুলার পোস্ট আপডেট করুন। শেয়ার করুন নিজের অ্যাকাউন্ট। এই ভাবে বাড়াতে পারবেন ফলোয়ার্স সংখ্যা। ইউটিউবে ভিডিও বানালে সেখানেও এবাউট-এ আপনার ইনস্টা অ্যাকাউন্ট অ্যাড করুন।
5- সঠিক সময় বুঝে পোস্ট করুন
ইনস্টাগ্রাম খুলেই পোস্ট করে দিলেন ছবি বা রিল? আপনি ভাবনা চিন্তা করে এমন একটি সময় বের করেন যখন বেশিরভাগ ইনস্টাগ্রাম ইউসারেরা অ্যাক্টিভ থাকে এবং সময় বুঝে সেই সময় আপনি ভিডিও বা ফটো বা রিল যা আপনি পোস্ট করেন সেগুলো পোস্ট করে দিন, এই ভাবে হবে না। দিনক্ষণ না বুঝে পোস্ট শেয়ার করলে তা অনেকের চোখ এড়িয়ে যেতে পারে। যদিও এমন কোনও গোল্ডেন হাওয়ার নেই, তবুও সঠিক সময়ে পোস্ট করার চেষ্টা করুন। বিশেষ করে যখন সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকে।
উপসংহার
এই প্রবন্ধটি খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়েছে, আশা করি প্রবন্ধটি আপনাকে অনেক ভালো লেগেছে।আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রবন্ধগুলো আপনাদেরকে জ্ঞানবান তৈরি করার জন্য লিখে থাকি।
তাই আপনারও এই আর্টিকেলটি সব বন্ধুদের শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন।❤😊