স্মার্টফোন পুরোনো হয়ে গেলে সেই ফোনে বিভিন্ন সমস্যা দেখা যায়। কখনও ফোনের ব্যাটারির সমস্যা আবার কখনো চার্জিং এর সমস্যা আবার কখনো ডিসপ্লেতে সমস্যা।
কখনো কখনো ফোনের স্ক্রিনে এমন কিছু সমস্যা দেখা যায়, যেগুলি ইউজাররা নিজেরাও ঠিক করতে পারে। বিশেষত ফোনের স্ক্রিন burn-in হলে, সেটি কিছু ট্রিকের মাধ্যমে সহজেই ঠিক করা যায়।
তার আগে আমাদের জেনে নিতে হবে স্ক্রিন burn-in আসলে কি।
ফোন পুরোনো হওয়ার সাথে সাথে ফোনের স্ক্রিনের কালারও বিগড়ে যায়। আগের মতো টেক্সট এবং আইকন গুলি পরিস্কার দেখা যায় না। রং ঘোলাটে হয়ে যায় এবং মনে হয় ফোনের স্ক্রিনের ভিতরে কোনো দাগ হয়ে গেছে।বহু সময় স্মার্টফোনের স্ক্রিনে নিজে থেকেই কিছু কালো ছোঁপ দেখা যায় এবং সেই স্পট গুলিতে স্ক্রিনের কালারও স্পষ্ট দেখা যায় না। মোবাইল ডিসপ্লেতে এইরকম রং খারাপ হয়ে যাওই এবং স্ক্রিন ময়লা হয়ে যাওয়ার পরিস্থিতিকে Screen burn-in অথবা Ghost image বলা হয়।
কি ভাবে শুরু হয় সমস্যা
স্ক্রিন বার্ন-ইনের সমস্যা প্রধানত তখন শুরু হয় যখন কোনো ওয়ালপেপার অথবা অ্যাপ টুল দীর্ঘ সময় পর্যন্ত ফোনে ওপেন থেকে যায়, যেটি নিজের স্থান পরিবর্তন করে না এবং মুভও করে না। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি ফোনে কখনও একটি থীম কয়েক মাস পর্যন্ত সেট করা থাকে, তাহলে সেই থীমের টেক্সট এবং কালার ফোন স্ক্রিনে নিজের ছায়া অথবা ছাপ ছাড়তে শুরু করে দেয়। অর্থাৎ কোনো একটি স্থির ফোটো অথবা থীমের দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা এই স্ক্রিন বার্ন-ইনের সবচেয়ে বড়ো কারণ।
এই সমস্যা থেকে বাঁচার উপায়
- 1) মোবাইল ফোনে স্ক্রিন বার্ন-ইন থেকে বাঁচার প্রথম স্টেপ হলো মোবাইল ফোনে কোনো ওয়ালপেপার ও থিম দীর্ঘদিন ব্যাবহার না করা।কিছু দিন বাদে বাদে বদলাতে থাকবেন।
- 2) ফোনে ব্যবহৃত অ্যাপসগুলোর স্টাইল ও শেপ পরিবর্তন করতে থাকুন সময় মত।স্টাইল এবং শেপ পাল্টানোর ফলে এটি স্ক্রিন বার্ন-ইনের কারণ হয়ে উঠতে পারে না। এর সাথেই অ্যাপ শর্টকাটের আইকনের জায়গাও বদলাতে থাকে।
- 3) মোবাইলে Brightness Level সর্বদা মিডিয়াম রাখুন, খুব বেশি রাখবেন না।
- 4) Screen burn-in-এর সমস্যা Always on Display-তেই অধিক দেখা যায়। বেশিরভাগ সময় AMOLED ডিসপ্লেতে এই সমস্যাটি দেখা যায়, তাই আপনি চেষ্টা করুন Always On Display এড়িয়ে চলার।