আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মি়চেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। অজি তারকার জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছে নাইটরা।
একজন প্লেয়ারকে কিনতে এত টাকা খরচ করার পর নিলামে কেমন দল হবে কেকেআরের তা নিয়ে কৌতুহলে ছিল কেকেআর ফ্যানেরা। কিন্তু দলের পেস বিভাগকে শক্তিশালী করতে এমনই একজন প্লেয়ারকে চাইছিলেন গৌতম গম্ভীর। দল গোছানোর জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে যে পরিকল্পনা তৈরি ছিল তা পরে বোঝা যায়।
নিলাম থেকে মোট ১০ প্লেয়ারকে নিলাম থেকে কিনেছে কেকেআর। মিচেল স্টার্কের মত তারকা পেসারার পাশাপাশি দলের ব্যাটিংকে শক্তিশালী করতে নাইটদের হয়ে প্রাক্তন আইপিএল জয়ী মণীশ পাণ্ডেকে দলে নিয়েছে কেকেআর। এছাড়া আফগান তারকা স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে নাইটরা। রয়েছে চেতন সাকারিয়ার মত ভারতীয় পেসার ও কেএস ভরতের মত উইকেটকিপারও। কেমন হল কেকেআরের স্কোয়াড চলুন দেখে নেওয়া যাক।
১০ জন প্লেয়ার কেনার পর কেকেআরের মোট ২৩ জনের স্কোয়াড হয়েছে। আরও ২ জন ক্রিকেটার কিনতে হবে নাইটদের। ৩২.৭ কোটি নিয়ে নিলামে নেমেছিল কলকাতা। এখন হাতে রয়েছে আর ১.৩৫ কোটি টাকা। বিদেশী প্লেয়ার নেওয়ার আর জায়গা নেই। তবে ২ জন দেশি ক্রিকেটার এখনও নিতে পারবে কেকেআর।
নিলাম থেকে ১০ জনকে কিনল কেকেআর:
মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১কোটি ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ ),মনীশ পান্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ )।
কেকেআরের পুরো স্কোয়াড: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।