আগামী ১৯শে ডিসেম্বর আয়োজিত আইপিএল (Indian Premier League) নিলামে অন্য মেজাজে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)।
একসঙ্গে বারোজন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে কলকাতা। ফলে নিলাম থেকে সর্বোচ্চ বারোজন খেলোয়াড়কে তারা দলে নিতে পারবে। যার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ চারজন। নিলামের টেবিলে বসে KKR কোন কোন খেলোয়াড়ের জন্য বিড করতে পারে সে জন্য আলোচনা চলছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।
সম্প্রতি শোনা যাচ্ছে এক বিদেশি ক্রিকেটারের নাম। বোলিং বিভাগকে মজবুত করার জন্য এক বিদেশি স্পিনারের জন্য টাকার থলি উপুড় করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।
গত মরসুমে রিঙ্কু সিং (Rinku Singh) ছাড়া নাইট রাইডার্সের বলার মতো প্রায় কিছুই ছিল না। পারফরম্যান্স খুবই সাদামাটা। দলের পুরনো সদস্যরাও সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ছিলেন আউট অফ ফর্ম। এমন পারফরম্যান্সের পরে স্কোয়াডে বদল কাম্য। স্পিন বোলিং বিভাগেও বদল করতে পারে কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিনকে (Sunil Narine) স্কোয়াডে রাখা হলেও তিনি আর আগের ফর্মে নেই। বরুণ চক্রবর্তীও (Varun Chakaravarthy) তাই। ফলত নাইটদের একজন ভালো স্পিনার দরকার বলে অনেকে মনে করছেন। উঠে আসছে এক বিদেশি স্পিনারের নাম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তৎকালীন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) স্পিনের আটকা পড়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা। মেগা নিলামে ১০.৭৫ কোটি টাকায় সে’বার দল পেয়েছিলেন হাসারাঙ্গা। কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচে চার ওভারের স্পেলে ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ২০ রান খরচ করে মোট চারটি উইকেট নিয়েছিলেন। হাসারাঙ্গা মোট ১৫ টি ডট বল বোলিং করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটেও এখন ফর্মে রয়েছেন শ্রীলঙ্কার এই স্পিনার।
হাসারাঙ্গার জন্য কলকাতা চেষ্টা চালালে অনেকেই নিশ্চই অবাক হবেন না। নারিন, বরুণের বদলি হিসেবে তাঁকে দলে নিতেই পারে কেকেআর, এমনটা মনে করছেন ক্রিকেট প্রেমীদের একাংশ। বলে দিই, এই মুহূর্তে কেকেআরের হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। যার ফলে নিলামে অন্য মেজাজে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সকে।