নিম্নচাপে ধান চাষীদের মাথায় হাত!!
মঙ্গলবার সকাল থেকেই আকাশে মেঘ দেখা যাচ্ছিল কিন্তু তাতে ধান চাষীদের ধান সামলাতে খুব একটা অসুবিধার মধ্যে পরতে হয়নি , সমস্যা শুরু হয় মঙ্গলবার রাত থেকে। যখন আকাশে থেকে বৃষ্টি নেমে আসে ,
এবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলে বুধবার দিন ভোর আর তাতেই চাষীদের মাথায় হাত চাষীদের মতে এই বৃষ্টি তাদের কাছে পাকা ধানে মই দেওয়ার মত।
সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে বীরভূমের কৃষকেরা, কৃষি অধিকারীদের মতে সিউড়ি ও বোলপুর এর তুলনায় বৃষ্টি হয়েছে রামপুরহাট মহকুমা এলাকায়।
যদিও কৃষি অধিকারীদের মতে রামপুরহাট এলাকায় মাঠের ধান বেশিরভাগই ঘরে তোলা হয়ে গিয়েছে কিন্তু সিউড়ি ও বোলপুর এলাকায় মাঠে এখনো ধান পরে আছে, কৃষি অধিকারীরা আরো জানান যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মাঠে যে ধান আছে সেই ধানগুলোর ক্ষতি হবে সবচেয়ে বেশি আর যে ধান এখনো কাটা হয়নি সেই ধান মাঠে ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এতেই কৃষক বন্ধুরা পরেছে মহা মুশকিলে,এলাকার কৃষকদের মতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে মাঠে যে ধান আছে তা এখন কাটা সম্ভবও নয়, আর যে পরিমাণ ধান মাঠে কেটে আটি বেঁধে রাখা আছে সেই ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে এই বৃষ্টি কৃষকদের জন্য মোটেও ভালো না।
উপসংহার
এই প্রবন্ধটি খুবই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়েছে, আশা করি প্রবন্ধটি আপনাকে অনেক ভালো লেগেছে।আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রবন্ধগুলো আপনাদেরকে জ্ঞানবান তৈরি করার জন্য লিখে থাকি।
তাই আপনারও এই আর্টিকেলটি সব বন্ধুদের শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন।❤😊