এখনকার দিনে প্রায় অধিকাংশ ভারতীয় নাগরিকদের হাতেই পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে প্রত্যেকের যা দরকার তা হল সিম কার্ড (Sim Card)। আবার এই সিম কার্ড কেবল একটি মোবাইল নম্বর দিয়ে থাকে এমন নয়, এর পাশাপাশি ওই সিমকার্ড ও মোবাইল নম্বরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কিছুই। যে কারণেই জুলাই মাস থেকে সিমকার্ডের নতুন নিয়ম (Sim Card New Rules) জারি করছে কেন্দ্র।
বর্তমান সময়ে দাঁড়িয়ে সিমকার্ড বা মোবাইল নম্বরের গুরুত্ব এতটাই বেড়ে গিয়েছে যে মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আধার নম্বর সংযুক্ত থাকে। যে কারণে মোবাইল নম্বর কোন ব্যক্তির হাতছাড়া হয়ে অন্য কোন ব্যক্তির কাছে গেলে অনেক কিছু ঘটনায় ঘটে যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ভ্যানিশ হয়ে যাওয়া থেকে শুরু করে বহু কিছুই নথি হারিয়ে যেতে পারে।
আর এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলির কথা মাথায় রেখেই এবার কেন্দ্রের তরফ থেকে সিমকার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে এবং সেই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ১ জুলাই থেকে। নতুন এই নিয়ম জারি হলে বেশ কিছু ক্ষেত্রে হয়তো গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে, তবে গ্রাহকদের নথিপত্র থেকে শুরু করে টাকা পয়সা সব কিছুই সুরক্ষিত থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঠিক কি নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র।
সিমকার্ডের ক্ষেত্রে নতুন যে নিয়ম জারি করা হচ্ছে সেই নিয়ম মূলত মোবাইল নম্বর পোর্টেবিলিটি অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার ক্ষেত্রে। এর আগে পর্যন্ত যে নিয়ম ছিল সেই নিয়মের থেকে এখন নতুন নিয়ম বেশ কড়াকড়ি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি নিজের সিম কার্ড হারিয়ে ফেললে অথবা কোন কারণবশত সেই সিমকার্ড খারাপ হয়ে গেলে দোকানে বা সেন্টারে গেলেই সিম কার্ড পেয়ে যান।
নতুন নিয়ম অনুযায়ী আগের মতই গ্রাহকরা নিজেদের উপযুক্ত ডকুমেন্ট দিয়ে নিজেদের সিম কার্ড পেয়ে যাবেন। কিন্তু সিম সোয়াপ অর্থাৎ সিম পরিবর্তন করার পর মোবাইল নম্বর পোর্টেবিলিটি করা যাবে না। এক্ষেত্রে সিম সোয়াপ করার পর শুরু হয়ে যাবে লকিং পিরিয়ড। লকিং পিরিয়ড রাখা হয়েছে সাত দিন। সেই সাতদিন পর গ্রাহকরা নিজেদের নম্বর পোর্টেবিলিটি করতে পারবেন। এমন ব্যবস্থা করা হয়েছে যাতে প্রতারণার মতো ঘটনা আটকানো যায়।