দেখতে দেখতে ২০২৪ এর ৬ টা মাস শেষ,শুরু হয়েছে জুলাই মাস।আর এই মাসেই থাকছে নতুন নতুন স্মার্টফোন এর চমক।
আসুন দেখে নেওয়া যাক জুলাই মাসে কোন কোন নতুন ফোন লঞ্চ হতে চলেছে।
1- Realme 13 Pro+ 5G
সম্ভাব্য দাম: 31,999 টাকা
জুলাই মাসে ভারতে রিয়েলমি 13 সিরিজ লঞ্চ করা হতে পারে। Realme 13 Pro+ 5G ফোনটি সিরিজের সবচেয়ে বড় মডেল হবে। এই ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফটোগ্রাফির দিক থেকে এই ফোনটি বেশ অ্যাডভান্স হবে, এতে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। ভারতে এই ফোনের 4টি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এই ফোনে 12GB পর্যন্ত র্যাম এবং 512GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
2- Realme 13 Pro 5G
সম্ভাব্য দাম: 21,999 টাকা
রিয়েলমি 13 প্রো 5জি ফোনটিও মিড বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে। কোম্পানি স্পেশাল অফার সহ এই ফোনটি 20,000 টাকা বা তার কমে সেল করার চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের বেস মডেলে 8GB র্যাম ও 128GB স্টোরেজ দেওয়া হবে এবং এর সঙ্গে ডায়নামিক র্যাম টেকনোলজিও পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
এছাড়াও আরো অনেক স্মার্টফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে এই মাসে।