ভিভো তাদের V40 সিরিজ গ্লোবাল বাজারে পেশ করতে চলেছে। এবার এই সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে জানা গেছে। ইন্ডিয়া বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে ভি40 সিরিজের Vivo V40 স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। তাই এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের সপ্রতি লিস্টিং এবং গ্লোবাল স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo V40 এর বিআইএস লিস্টিং
বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভো নতুন স্মার্টফোনটি V2348 মডেল নাম্বার সহ দেখা গেছে।
লিস্টিং অনুযায়ী এটি Vivo V40 স্মার্টফোনের মডেল নাম্বার, কারণ ইতিমধ্যে বেশ কিছু গ্লোবাল ওয়েবসাইটে নাম এবং মডেল নাম্বার সহ দেখা গেছে।
জানিয়ে রাখি নাম এবং মডেল নাম্বার ছাড়া ভারতীয় বাজারে আপকামিং এই ফোনের স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি। তবে শীঘ্রই এই ফোন সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে বলে আশা করা হচ্ছে।
গ্লোবাল মডেলের কাছাকাছি স্পেসিফিকেশনের সঙ্গেই এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।
Vivo V40 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
ডিসপ্লে: Vivo V40 5G স্মার্টফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পীক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এবং Adreno 720 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: Vivo V40 স্মার্টফোনে 12জিবি পর্যন্ত LPDDR4X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: Vivo V40 ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে অরা লাইট ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড Zeiss লেন্স রয়েছে। অন্যদিকে সেলফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: এই ফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo V40 স্মার্টফোনে IP68 রেটিং, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.4, এনএফসি এর মতো বিভিন্ন ফিচার অপশন দেওয়া হয়েছে।