লোন এখনকার সময় খুবই common আর helpful একটি সুবিধা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়ত লোন নিতে চান , কিন্তু লোন কি বা লোন কাকে বলে সেটাই বুঝতে পারেন না। আপনাদের কাছে হয়তো অনেক সময় এমন ম্যাসেজ বা কল এসে থাকবে যেখানে আপনাকে বলা হয় – আপনার কি লোন এর খুব দরকার? আপনি কি এখন লোন নিতে চান? আমাদের কাছে লোন নিন ইত্যাদী। এসব কল বা ম্যাসেজ এ আপনারা খুবই বিরক্ত হয়ে যান।
যদি আপনি কখনো লোন না নিয়ে থাকেন তাহলে এর গুরুত্ব হয়তো আপনি জানেন না। যখন ধরুন টাকার খুব দরকার হয় যেমন ঘর বানাতে, বাচ্চার পড়াশোনার জন্য, কোন রোগের চিকিৎসার জন্য ইত্যাদি এবার এই সময়ে যদি আপনার কাছে টাকা না থাকে আর এরকম বড় একটা amount এর টাকা আপনি কখনোই কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবদের কাছে চাইতে না পারে তখন আপনার একমাত্র রাস্তা থাকবে লোন।
এখন প্রশ্ন হলো লোন নিবেন কি ভাবে।
লোন কথাটা শুনলেই ব্যাঙ্ক এর কথা আগে মাথায় আসে কেননা এখনকার দিনে কোনো আর্থিক সুজোগ সুবিধা আমরা ব্যাংক থেকে পাই। সহজ ভাষায় বলতে কোনো লোন বলতে কোনো বস্তুকে ধরতে পারেন, এটা যখন আবার শুধু টাকার ক্ষেত্রে হয় তখন সেটা লোন। এখানে আপনি যখন কোনো অন্য ব্যক্তির থেকে টাকা ধার নিচ্ছেন তখন সেটা আপনাকে সুদ সমেত ফেরত দিতে হবে।
আবার আপনি এটাও ভাবতে পারেন যে কোনো এক ব্যক্তি অপর আরেক ব্যক্তি জার টাকার প্রয়োজন আছে তাকে কিছু টাকা, সম্পত্তি বা অন্য কোনো সম্পদ ধার দিলো। এবার সেই ধার নেওয়া ব্যক্তি যখন ভবিষ্যতে সেই টাকা ফেরত দেবে তখন তাকে সেই টাকা, সুদ এবং finance charge দিয়ে শোধ করতে হবে।
ব্যাংক খুবই secure বা safe একটি জায়গা। কারণ একমাত্র ব্যাংক এমন একটা financial institutions যেখানে আপনি লোন এর সাথে interest ফেরত দিতে পারেন। তাই এখনকার দিনে লোন নিতে হলে সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। ব্যাংক খুবই secure এবং তাড়াতাড়ি আপনাকে লোন প্রদান করতে পারে।
আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো লোন বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করে তেমনি লোন ফেরত দেওয়ার সময় আপনি অক্ষম হলে আপনাকে অনেক অসুবিধা তে পড়তে হতে পারে।