মুক্তির পর থেকেই বিতর্ক তৈরি করেছে সন্দীপ ভাঙ্গা রেড্ডির পরিচালিত ছবি ‘অ্যানিমাল’। ছবিতে রণবীর কাপুর ও তৃপ্তি দিমরির ঘনিষ্ঠ দৃশ্যও সাড়া ফেলেছে। আলাদা করে নজর কেড়েছেন তৃপ্তি।
তবে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে রণবীরের সঙ্গে কেমন ছিল তাঁর বোঝাপড়া? শ্যুটিংয়ের সময় কী হচ্ছিল সেখানে? নগ্ন দৃশ্যে শ্যুটিংয়ের সময় কারা ছিলেন সেই ফ্লোরে? জানা গিয়েছে, শ্যুটিংয়ের ফ্লোরে শুধুই ৫ জনকে ঢুকতে দেওয়া হয়েছিল। একটি সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন, রণবীর তাঁকে এমন একটা দৃশ্য অভিনয় করতে যে সাহায্য করছেন তা অতুলনীয়।
কিন্তু এই দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া ছিল নায়িকার মা-বাবার? সেকথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন তৃপ্তি। ছবির একটি দৃশ্যে রণবীরের সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল তাঁকে। এক বিনোদনমূলক ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় তৃপ্তি জানিয়েছেন, এমন দৃশ্যে মেয়েকে দেখে চমকে উঠেছিলেন তাঁর অভিভাবকরা। অভিনেত্রীর কথায়, ‘আমার মা-বাবা কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। তাঁরা বলেছেন, আমরা এমন কিছু কোনও সিনেমায় কখনও দেখিনি। আর তুমি সেটাই করেছ!’ দৃশ্যটির ধাক্কা সামলাতে তাঁদের সময় লেগেছিল। তবে তাঁরা এটা মেনেও নিয়েছেন। কিন্তু জানিয়েছেন, অভিভাবক হিসেবে কেমন প্রতিক্রিয়া তাঁদের হয়েছে।
তৃপ্তি বলেছেন, ‘আমি ওঁদের বলেছি, আমি কোনও অন্যায় করিনি। এটা আমার কাজ। আর আমি সেটা নিরাপদ ও আরামদায়ক ভাবেই করেছি। আমার এতে কোনও সমস্যাই হয়নি। আমি একজন অভিনেত্রী এবং নিজের চরিত্রের প্রতি একশো শতাংশ সৎ থেকে কাজটা করেছি।’
মুক্তির পর থেকেই নানা বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়লেও অ্যানিমাল মুভিটি কিন্তু সমান তালে টাকা কামিয়ে যাচ্ছে।