আপনি নতুন ব্যবসা করব ভাবছেন, আপনার কাছে আছে ভালো আইডিয়াও কিন্তু টাকার কমতির জন্য আপনি করতে পারছেন না। এই মুহূর্তে না কোন বন্ধু না কোন আত্মীয় কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারছে না ।সেক্ষেত্রে আপনি সাহায্যের জন্য লোন নিতে পারেন ,কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানে না যে কিভাবে লোন পাওয়া যায়।ব্যবসা করে অর্থনৈতিক উন্নতি করার জন্য দেশে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। সহজ শর্তে এই প্রকল্পে ঋণ নিতে পারবেন দেশের ক্ষুদ্র শিল্পর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
কতো টাকার লোন পাওয়া যায়
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় তিনটি প্রকল্প আছে। শিশু, কিশোর এবং তরুণ। শিশু প্রকল্পে ৫০ হাজার টাকা, কিশোর প্রকল্পে ৫০হাজার থেকে ৫ লাখ টাকা এবং তরুণ প্রকল্পে ১০ লাখ পর্যন্ত ঋণ পাওয়া যাবে। তবে এই ঋণ নেওয়ার কিছু শর্ত আছে। কেউ ব্যক্তিগত কারণে এই প্রকল্পে ঋণ পাবেন না।
লোন পাবার জন্য যোগ্যতা
লোন পাবার জন্য যেটি দরকার সেটি হলো আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যিনি এই ঋণ নেবেন তাঁর বয়স ১৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। তিনি আগে কোনও লোন নিয়ে শোধ না করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
কোথায় পাওয়া যাবে এই ঋণ?
দেশের সব জায়গায়, সমস্ত ব্যাঙ্কের শাখা থেকেই এই ঋণ পেতে পারেন আগ্রহীরা।
লোন পাবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীর একটি পরিচয়পত্র, বর্তমান বাসস্থানের ঠিকানা, আয়ের প্রমাণপত্র বা ইনকাম ট্যাক্স জমা দেওয়ার নথি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেখানে ব্যবসা করা হচ্ছে তার প্রমাণপত্র, কতদিন ধরে ব্যবসা চলছে তার নথিও জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
যদি কিশোর বা তরুণ মুদ্রা যোজনাতে ঋণ নেওয়া হয় তাহলে ব্যবসার এবং ওই আবেদনকারীর ব্যক্তিগত ‘ট্র্যানজাকশন’এর নথি দিতে হবে ব্যাঙ্কে। গত ১২ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। সেই সঙ্গেই ব্যবসার জন্য আয়ের প্রমাণপত্রও জমা দিতে হবে।
মুদ্রা লোন এর ৫০ হাজার টাকার ক্ষেত্রে কোনও প্রেসসিং ফি লাগে না। তবে তার বেশি টাকা ঋণ নেওয়া হলে ০.৫০ শতাংশ হারে এই প্রেসসিং ফি লাগবে।