বর্তমান যুগে চাকরি পাওয়াটা এতটা সহজ নয়, আর তাছাড়া যারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য প্রধানমন্ত্রী নিয়ে এসেছে মুদ্রা যোজনা নামে এক নতুন লোনের স্কিম।মুদ্রা লোন স্কিম নামে ওই যোজনায় সরকার ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। অনলাইনেই সেই লোনের জন্য আবেদন করা যায়। আবেদন করার সময় বেশ কিছু নথি জমা দিতে হবে।
প্রধানমন্ত্রীর মুদ্রা লোন যোজনায় সরকার ৫০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই মুদ্রা লোন পাওয়ার জন্য আবেদন করবেন এবং কি কি প্রয়োজন হবে আপনার এই লোন পেতে।
এই লোন পেতে কি কি যোগ্যতা লাগবে
এই যোজনায় লোন পেতে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।
আর যে সব কিছু লাগবে
১.ব্যবসার পরিচয় প্রমাণ/ঠিকানার প্রমাণ (প্রাসঙ্গিক শংসাপত্র এবং লাইসেন্স)
২.বিভাগ প্রমাণ, যদি থাকে
৩.গত ছয় মাসের হিসাব বিবরণী
৪.গত দুই বছরের ব্যালেন্স শীট সহ আয়কর রিটার্ন
৫.ব্যবসায়িক অস্তিত্বের প্রমাণ, যেমন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা পার্টনারশিপ ডিড
উপরে উল্লিখিত নথিগুলি ছাড়াও, আবেদনকারীদের ব্যাঙ্কগুলি প্রয়োজন অনুসারে অন্যান্য নথি চাইতে পারে। ব্যাঙ্কগুলির কোনও প্রসেসিং ফি নেওয়া উচিত নয় এবং কোনও জামানতের অনুরোধ করা উচিত নয়৷ ঋণ পরিশোধের মেয়াদ ৫ বছর বাড়ানো হয়েছে। যাইহোক, এটি স্পষ্ট করা হয়েছে যে কোনও আবেদনকারী কোনও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি হওয়া উচিত নয়।
কীভাবে আবেদন করবেন?
১. কেন্দ্রীয় সরকারের Jan Samarth portal-এ গিয়ে Schemes- অপশনের মধ্যে থেকে Business Activity Loan বেছে নিতে হবে। এরপর Pradhan Mantri Mudra Yojana-য় ক্লিক করতে হবে।
২. নীচে নেমে ‘Check Eligibility অপশনে ক্লিক করতে হবে।
৩. Other Business Loan অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর আপনার কী ব্যবসা আছে, কোথায় থাকেন, কত টাকা লাগবে, ব্যবসার পরিধি কেমন, এসব তথ্য জানাতে হবে।
৫. এরপর পোর্টালেই হিসেব দেখানো হবে, আপনি ঠিক কত টাকা ঋণ পাওয়ার যোগ্য।
৬. Calculate Eligibility অপশনে ক্লিক করে ইএমআই-এর মেয়াদ সম্পর্কে জানতে হবে।
৭. ‘Login to Apply ক্লিক করে মোবাইল নম্বর দিতে হবে।
৮. এরপর ধাপে ধাপে এগোলে, কী কী নথি লাগবে, তা দেখানো হবে।
৯. প্যান, আধার, বিজনেস রেজিস্ট্রেশন সব ভেরিফাই হবে।
১০. সবকিছু সাবমিট করলেই পোর্টালে দেখানো হবে কোন কোন ব্যাঙ্ক থেকে আপনি কত টাকা ঋণ নিতে পারেন।