বড়দিনের আগে শীতের ছুটি জমজমাট করতে মুক্তি পেল ডাঙ্কি। শাহরুখ খানের তৃতীয় ছবি এটি যা এই বছর মুক্তি পেল। তবে তাঁর প্রথম দুটো ছবি পাঠান বিং জওয়ান যেমন একে অন্যকে টেক্কা দিয়েছিল প্রথম দিন বক্স অফিসে আয়ের ক্ষেত্রে এবার কিন্তু সেটা হল না। যদিও মোটের উপর ভারতীয় বক্স অফিসে কিং খানের এই ছবির শুরু ভালোই হল।
ডাঙ্কি ছবির বক্স অফিস কালেকশন
রিপোর্ট অনুযায়ী শাহরুখ খান অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রথমদিন ৩০ কোটি টাকা মতো আয় করেছে। সমস্ত ভাষা মিলিয়ে এই ছবি প্রথমদিন এটা আয় করেছে বলেই মনে করা হচ্ছে। যদিও টাকার অঙ্কের নিরিখে এই ৩০ কোটি মোটেই কম নয়, তবুও পাঠান বা জওয়ান প্রথমদিন যত আয় করেছিল সেই তুলনায় এই ছবি অনেকটাই কম টাকা দিয়ে খাতা খুলল। পাঠান মুক্তির দিন আয় করেছিল ৫৭ কোটি, অন্যদিকে জওয়ান ৮৯.৫ কোটি টাকা আয় করেছিল বলেই জানিয়েছিল সচনিল্কের রিপোর্ট।
২১ ডিসেম্বর মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি। শাহরুখ খান অভিনীত তৃতীয় ছবি এটি যা এই বছর মুক্তি পেল। এখানে শাহরুখ খান ছাড়াও আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার প্রমুখ।
ডাঙ্কি ছবিতে হার্ডি সিং এবং তাঁর বন্ধুদের গল্প বলা হয়েছে যাঁরা বিদেশে গিয়ে নিজেদের ভবিষৎ গড়তে চায়। কিন্তু ইংরেজি না জানার কারণে ভিসা পান না। এদিকে তাঁরা লন্ডনে যেতে বদ্ধপরিকর। কী করবে এই সময় ভেবে না পেয়ে তাঁরা ডঙ্কি পদ্ধতিতে পাড়ি দেন লন্ডনের উদ্দেশ্যে। তারপর কী হয় সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।