Contents
নিয়োগকারী সংস্থা
বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা (Council of Scientific & Industrial Research) তথা CSIR এর তরফে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম
প্রধান দু ধরনের গ্রুপ -B লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. সেকশন অফিসার (SO)
2. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ASO)
মোট শূন্যপদ
মোট 444 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের হিসাব হলো –
1. সেকশন অফিসার – 76
2. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার – 368
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা
বয়সের ঊর্ধ্বসীমা 33 বছর। এর নিচে বয়স হলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
SO পদের ক্ষেত্রে মাসিক বেতন 47,600/- টাকা এবং ASO পদের ক্ষেত্রে মাসিক বেতন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন–
1. নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. এক্ষেত্রে নিজের মোবাইল নম্বর, ইমেল, নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি তথ্য দিন।
3. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা
আগামী 12/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links