Contents
নিয়োগকারী সংস্থা
INDIAN SPACE RESEARCH ORGANISATION তথা ইসরোর (ISRO) এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম
এখানে মূলত টেকনিশিয়ান -B পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে মূল পদের অধীনে যেসব ক্ষেত্রে নেওয়া হচ্ছে কর্মী –
1. Technician-B (Electronic Mechanic)
2. Technician-B (Electrical)
3. Technician-B (Instrument Mechanic)
4. Technician-B (Photography)
5. Technician-B (Desktop Publishing Operator)
মোট শূন্যপদ
সব মিলিয়ে 54 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের হিসাব হলো –
1. Technician-B (Electronic Mechanic) – 33 টি
2. Technician-B (Electrical) – 8 টি
3. Technician-B (Instrument Mechanic) – 9 টি
4. Technician-B (Photography) – 2 টি
5. Technician-B (Desktop Publishing Operator) – 2 টি
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে পদ সম্পর্কিত বিশেষ যোগ্যতা থাকা দরকার, পদ অনুযায়ী বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন
পে ম্যাট্রিক্স, ,সপ্তম পে কমিশন (7th CPC) এর লেভেল 3 অনুযায়ী বেতনক্রম 21,700 – 69,100/- টাকা। সেক্ষেত্রে নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 31,682/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপ অনুসরন করুন–
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে পদের নাম, নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. অনলাইন রেজিস্ট্রেশন শেষে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইন লগইন করুন।
4. এখানে নিজের বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
5. সবশেষে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা
আগামী 31 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links