সদ্য হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপড়ে। ৪৭ বছরের অভিনেতা গত বৃহস্পতিবার শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
তারপর থেকে আতঙ্কে দিন কাটছে বলি তারকার অভিনেতার। যদিও পরদিন তাঁর স্ত্রী জানিয়েছিলেন, ‘ইকবাল’ খ্যাত নায়কের অবস্থা স্থিতিশীল। তবে আজ, শনিবার শ্রেয়সের শারীরিক পরিস্থিতির কথা জানা গেল আরও বিস্তারিত।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শ্রেয়স আজ সকাল থেকে ভাল আছেন। সুস্থ হচ্ছেন তাড়াতাড়ি। পরিবারের সকলের দিকে তাকিয়ে আজ হেসেছেন। তিনি এখনও হাসপাতালেই ভর্তি আছেন।
অভিনেতার পরিবারের এক সদস্য বলেন, “শ্রেয়াস এখন ভাল আছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন। অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি আজ সকালে আমাদের দিকে তাকিয়ে হাসলেন। এটা আমাদের সকলের জন্য স্বস্তির। তিনি নিজেই কয়েক দিনের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলবেন।”
শুক্রবার শ্রেয়াসের স্ত্রী একটি বিবৃতি জারি করে জানিয়েছিলেন, ‘‘সম্প্রতি আমার স্বামীর শরীর খারাপ হওয়ার পর আপনাদের উদ্বেগ এবং শুভকামনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি এখন স্থিতিশীল।’’
‘‘কয়েক দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে আমার স্বামীকে। মেডিক্যাল টিমের যত্ন এবং সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় খুব উপকার হয়েছে। আমরা তাঁদের দক্ষতার জন্য কৃতজ্ঞ।”
বলিউড সূত্রে খবর, শ্রেয়স সারাদিন শ্যুটিং করে বাড়ি ফিরছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট চলছিল।
তিনি সারাদিন শ্যুট করেছেন, একেবারে সুস্থ ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যেরও শ্যুট করেন তিনি।
শ্যুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়।
তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। যা সফল হয়েছে। আপাতত পরিবার এবং ভক্তরা অপেক্ষা করছেন, তাঁর দ্রুত আরোগ্যের।