সদ্যই দ্য আর্চিস ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন শাহরুখ কন্যা সুহানা খান। ডেবিউ সারলেন অগস্ত্য নন্দা, খুশি কাপুরের সঙ্গে। ৭ ডিসেম্বর জোয়া আখতার পরিচালিত এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। যদিও মুভি তে অভিনয় নিয়ে নানা রকম ট্রোল এর শিকার হচ্ছেন “স্টার কিড” রা।
তারপরই সহ অভিনেতা বেদাং রায়নার সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি খেলতে এসেছিলেন শাহরুখ কন্যা সুহানা খান। তবে এখানে এসে এমন একটা কাণ্ড ঘটালেন তিনি যা দেখে সকলেই হতবাক হয়ে গিয়েছেন। যার জন্য আবারও সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা হচ্ছে তাকে।
কি হয়েছিল কোন বানেগা ক্রোড়পতির মঞ্চে?
এদিন সুহানা খানকে শাহরুখের বিষয়ে অমিতাভ বচ্চন জিজ্ঞেস করেন, ‘এর মধ্যে কোন সম্মান এখনও পর্যন্ত শাহরুখ খান পাননি?’
তিনি অপশন হিসেবে বলেন
পদ্মশ্রী,
লিজিয়ন অব অনার,
L’Etoile d’Or নাকি
ভলপি কাপ?
সুহানা কালবিলম্ব না করেই বলেন, ‘পদ্মশ্রী।’
এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান। বেদাং তো বলেই দেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
অমিতাভ বচ্চনও ছাড়েন না তাঁকে উত্তর দিতে। বিগ বি তাঁকে বলেন, ‘মেয়েই জানে না যে বাবা কী কী সম্মান পেয়েছে। বাবা খালি মেয়েকে এটাই শিখিয়ে পাঠিয়েছে যে সামনে যে বসে সে তোমার বাবার বাবার চরিত্রে অভিনয় করেছেন একটা সময়। তাও এত সহজ একটা প্রশ্ন করেছিলাম। সেটাও বলতে পারলে না।’
এদিন সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ভলপি কাপ। ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে শাহরুখ খানকে।
এদিন এপিসোড শুরুর আগে অমিতাভ সুহানাকে জিজ্ঞেস করেছিলেন যে শাহরুখ তাঁকে শিখিয়ে পাঠিয়েছেন কিনা। উত্তরে নবাগতা অভিনেত্রী বলেন যে তাঁর বাবা বলেছেন অমিতাভ একটা ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই আজ যেন সুহানাকে সব সোজা প্রশ্ন করা হয়।
প্রসঙ্গত এর আগেও এই কন বানেগা ক্রোড়পতির মঞ্চে আলিয়া ভাট , সোনাম কাপুর ,সোনাক্ষী সিনহা ও আরো অনেক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী এসে সহজ প্রশ্নের উত্তর না দিতে পেরে সোশ্যাল মিডিয়াতে ট্রোল এর শিকার হয়েছিলেন।