প্রাক্তন সতীর্থ এস শ্রীসন্থের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন গৌতম গম্ভীর। শ্রীসন্থকে চার, ছয় মারার পরেই ঝামেলা বাধে। গম্ভীরকে ‘ঝগড়ুটে’ বলে অভিহিত করেছেন শ্রীসন্থ।
কিছু দিন আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। তার কয়েক দিনের মধ্যেই জড়িয়ে পড়লেন বিতর্কে।
লেজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টসের ম্যাচের মাঝে এই ঘটনা ঘটেছে।গুজরাতের শ্রীসন্থের একটি ওভারে পর পর চার এবং ছয় মারেন গম্ভীর। তখন শ্রীসন্থ তাঁর দিকে কড়া চোখে তাকিয়ে থাকেন। পরের বলটি যায় ফিল্ডারের কাছে। তখনই শ্রীসন্থ গম্ভীরকে কিছু একটা বলেন। তার পাল্টা দেন গম্ভীরও। বিষয়টি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারেরা এসে দুই ক্রিকেটারকে আলাদা করে দেন।
ম্যাচের পরে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন এবং তাতে এই বিতর্ক নিয়ে আলোচনা করেন শ্রীসান্ত, তিনি জানান গৌতম গান্ধীর এমন একটি মানুষ যিনি সবসময় ঝগড়া করার জন্য মুখিয়ে থাকে তিনি কোন কারণ ছাড়াই মানুষের সঙ্গে ঝগড়া করতে চলে আসেন যেমনটা আজকের ম্যাচে হয়েছিল যেখানে কোন কারণ ছাড়াই মিস্টার ঝগরুটে গম্ভীর আমার কে কটু কথা শুনিয়ে যান যেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এই প্রসঙ্গে আচমকা বিরাট কোহলির কথাও টেনে এনেছেন শ্রীসন্থ। কটাক্ষ করেছেন গম্ভীরের সাংসদ পদকেও। বলেছেন, “মানুষকে যদি সম্মানই করতে না পারেন তা হলে মানুষের প্রতিনিধি হয়ে কী লাভ? ধারাভাষ্যের সময়েও বিরাটকে নিয়ে কিছু জিজ্ঞাসা করা হলে ও কখনওই উত্তর দেয় না। অন্য কথা বলে। আমি বেশি কিছু বলতে চাই না। এটাই জানাতে চাই, আমি,আমার পরিবার এবং কাছের মানুষেরা ব্যথিত। আমি একটাও খারাপ কথা বলিনি।”