স্মার্টফোন ব্যবহারকারীরা চান যে তাদের ফোন লম্বা সময়ের জন্য ভালো সার্ভিস দিক, তার জন্য ফোনের ব্যাটারি ভালো থাকা প্রয়োজন । কিন্তু ১-২ বছর ফোন ব্যবহার করার পর ফোনের ব্যাটারি খারাপ হতে থাকে। এ থেকে কিভাবে বাঁচতে পারা যায়? কি এমন পদক্ষেপ নিলে ফোনের ব্যাটারি ভালো থেকে যায় জানবেন আজকের লেখাই।
মিলিত প্রশ্ন: তারা তারি ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে? জেনে নিন ঠিক করার উপায়।
Contents
- 1 ১. সর্বদা ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার করা
- 2 ২. ফাস্ট চার্জার সাপোর্ট না করলে সেটি ব্যবহার না করা
- 3 ৩. ব্যাটারির পুরো চার্জ শেষ না করা
- 4 ৪. পুরো রাত্রি ফোন চার্জে না লাগিয়ে রাখা
- 5 ৫. বেশি চার্জ খাই এরকম অ্যাপস ব্যবহার না করা।
- 6 ৬. চার্জে লাগিয়ে ফোন ব্যবহার না করা
- 7 ৮. বেশি গরম ও ঠান্ডা জায়গায় ফোন ব্যবহার না করা
- 8 ৯. ফোনের ব্রাইটনেস লেভেল কম করে রাখা
১. সর্বদা ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার করা
স্মার্টফোনের সঙ্গে পাওয়া চার্জার বা ফোন প্রস্তুতকারী যে চার্জার সমর্থন করে, তা ব্যবহার করা। দ্রুত চার্জ করার ক্ষেত্রেও এটি উপকারী। ফোনের সঙ্গে পাওয়া চার্জার ব্যাটারি টেকসই করে। তৃতীয় পক্ষের চার্জার বা নকল চার্জার ব্যবহার করা যাবে না।
২. ফাস্ট চার্জার সাপোর্ট না করলে সেটি ব্যবহার না করা
দ্রুত চার্জিং (চার্জ হওয়া) সাধারণ চার্জিংয়ের চেয়ে ব্যাটারিকে বেশি গরম করে। তাই ফোন সমর্থন না করলে দ্রুত চার্জ হয়, এমন চার্জার ব্যবহার না করা। দ্রুত চার্জের প্রয়োজনে পাওয়ার সেভিং ও এয়ারপ্লেন মোড অন করে নিতে পারেন।
৩. ব্যাটারির পুরো চার্জ শেষ না করা
বেশিরভাগ সময় এরকম হয়ে থাকে আমরা ফোনের ব্যাটারি ০% চার্জ হয় তারপরে চার্জে লাগিয়ে থাকি কিন্তু এটি ফোনের ব্যাটারির ক্ষেত্রে খারাপ । সমীক্ষায় দেখা গিয়েছে যে ফোনের ব্যাটারি ০% – ১০০% করলে সেটা বেশিদিন ভালো থাকে না তার চেয়ে আপনি যদি ফোনের ব্যাটারি ২০% চার্জ এ নেমে আসে তখন চার্জে দেন এবং ৮০% হওয়ার পরে চার্জ থেকে খুলেদেন, ১০০% না করে সে ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি ভালো থাকবে।ব্যাটারির পুরো চার্জ ক্ষয় করে চার্জে না দেওয়াই ভালো। চার্জ সম্পূর্ণ শেষ হলে ব্যাটারির ভেতরে রাসায়নিক ভারসাম্যহীনতা তৈরি হয়, যা ব্যাটারির জন্য খুবই খারাপ।
৪. পুরো রাত্রি ফোন চার্জে না লাগিয়ে রাখা
সারা রাত ধরে চার্জ না দেওয়া। অতিরিক্ত চার্জে ব্যাটারির ভেতরে তাপ উৎপন্ন হয়, যা তড়িৎবিশ্লেষ্য সংমিশ্রণকে পরিবর্তন করে ফেলে। কিছু ক্ষেত্রে ভেতরের গ্যাস বের হয়ে যায় এবং ব্যাটারি ফুলে যায়।
৫. বেশি চার্জ খাই এরকম অ্যাপস ব্যবহার না করা।
কিছু অ্যাপ ফোনে সব সময় চলতে থাকে। এগুলো প্রক্রিয়াকরণ এবং চলতে ব্যাটারি থেকে চার্জ টেনে নেয়। তাই অ্যাপগুলো ব্যবহার না করলে বন্ধ করে রাখতে হবে।
৬. চার্জে লাগিয়ে ফোন ব্যবহার না করা
চার্জে দিয়ে স্মার্টফোনে গেম খেলা ও ভারী অ্যাপ চালানো যাবে না। গেমস ও অ্যাপ ব্যাটারির শক্তি ক্ষয় করে, যা ফোনকে গরম করে। আবার চার্জিংয়ের কারণে তাপ তৈরি হয়। এ দুই তাপ একত্রে ব্যাটারি নষ্ট করে দিতে পারে। এমনকি ফোন ব্লাস্ট হয়ে যেতে পারে।
৮. বেশি গরম ও ঠান্ডা জায়গায় ফোন ব্যবহার না করা
সূর্যের আলোর নিচে, হিটার বা ওভেনের কাছে ফোন রাখা যাবে না। ফোন গরম হলে চার্জ দ্রুত ফুরায়। একইভাবে দীর্ঘ সময় খুব ঠান্ডায় রাখা যাবে না। এতে ভেতরের তড়িৎবিশ্লেষ্য সংমিশ্রণকে শক্ত বা হিমায়িত করে ফেলে।
৯. ফোনের ব্রাইটনেস লেভেল কম করে রাখা
পর্দার উজ্জ্বলতা ব্যাটারির প্রচুর শক্তি ব্যয় করে। তাই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় স্তরের উজ্জ্বলতা ঠিক করতে হবে। এ ছাড়া ব্যাটারির শক্তি ক্ষয় কমাতে ডার্ক মোড ব্যবহার করা যায়।