আমরা যখন মোবাইল কিনি তখন বেশিরভাগ মানুষ যে জিনিষ দেখে কিনে তা হচ্ছে স্মার্টফোনের র্যাম, ইন্টার্নাল স্টোরেজ কিংবা ক্যমেরা অথবা ব্যাটারি ব্যাকাপ বেশী দেয় কোন ফোন। আরেকদল আছে যারা পারফরম্যান্স দেখে ফোন কিনে। কিন্তু স্মার্টফোন এর ডিসপ্লে সেকশন কে প্রায় সবাই এড়িয়ে যায়। কিন্তু একজন মোবাইল ব্যবহারকারীর সাথে মোবাইলের সংযোগ স্থাপন করে মূলত এই ডিসপ্লে বা স্ক্রিন। মোবাইলে সাধারণত দুই ধরনের স্কিন দেখা যায় এক হচ্ছে OLED এবং আরেকটা হচ্ছে LCD IPS ডিসপ্লে। এখন কথা হচ্ছে আইপিএস ডিসপ্লে নাকি OLED ডিসপ্লে কোনটা ভালো আপনার ব্যবহার হিসেবে সেই নিয়ে আজকের এই লেখা।
Contents
1- IPS LCD Display
বর্তমানে দুই ধরনের LCD Display মার্কেট জনপ্রিয়। একটা TFT LCD বা Thin Film Transistor LCD । তো এই ডিসপ্লের ফোন এখন খুব বেশি নেই। TFT ডিসপ্লে এর কোয়ালিটি তেমন ভালো নাহ। ছবি দেখলে শার্প মনে হবেনা। ভিউ এঙ্গেল ও খারাপ। তাই বর্তমানে TFT LCD ডিসপ্লের ফোন খুব বেশি নেই। তবে বর্তমানে বাজারে শেয়ারের একটা বড় অংশ দখল করে আছে IPS LCD স্ক্রীনের ফোন। বলতে গেলে বেশিরভাগ ফোনের ডিসপ্লে IPS LCD । TFT থেকে অনেক পাতলা এই ডিসপ্লে প্যানেল গ্রাহকদের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। একে LCD Display এর বেস্ট ভার্সন বলা যেতে পারে। IPS LCD ডিসপ্লে তে কালার একদম বাস্তবে যেমন তেমন করে দেখানোর চেষ্টা করা হয়। ওভার সেচুরেশন এর কোন ব্যাপার এখানে থাকেনা। তবে সমস্যা হয়ে দাঁড়ায় কালো রঙ এর সময়। IPS ডিস্পলে যখন কাজ করে তখন সম্পূর্ণ স্ক্রীন টাই অন রাখতে হয়, তাই চাইলেও একদম কালো রং এর দিতে পারে নাহ। কালো রং ডার্ক গ্রে এর মত দেখায়।
2- “OLED /Amoled ডিসপ্লে*
OLED ডিসপ্লে যখন মার্কেটে আসে তখন দারুন একটা পরিবর্তন নিয়ে আসে। আমরা LCD ডিসপ্লে তে দেখেছি যে যখন স্ক্রিনে কিছু দেখানো হয় তখন সম্পূর্ণ স্ক্রিনটা অন রাখতে হয়। OLED টেকনোলজি এসে এই থিওরি কে সম্পূর্ণ পাল্টে দেয়। এখানে কি হয়, আপনি ডিসপ্লের ঠিক যে অংশে কোন কিছু দেখছেন, একদম সেইটাই শুধু লাইট আপ হয়। ফলে বাকি অংশ একদম সম্পূর্ণ কালো দেখায়, তাই এমন ডিসপ্লে কে একদম জীবন্ত মনে হয়।OLED টেকনোলজিতে আপনার ফোনের প্রত্যেকটা পিক্সেল কে আলাদা আলাদা LED লাইট হিসেবে রেসপন্স করে। ফলে যে জায়গায় যে রং দরকার সেইটাই দেখায়। ফলে বাকি স্ক্রীন এ লাইট থাকেনা। তাই এই ডিসপ্লে অনেক বেশি ভালো কালার দেখাতে পারে। আর অনেক সময় দেখবেন OLED ডিসপ্লের যে ফোনগুলো সেইগুলোতে ডিসপ্লে কালো করে রাখলে চার্জ কম যায়। এইটার পেছনে কারণে হলো কালো রং এর জন্য তো আমাদের LED অন করতে হচ্ছে নাহ, তাই চার্জ ও যাচ্ছে নাহ। এই স্ক্রিনে Black Pure Black আসে। তাই এইসব ডিসপ্লে তে কনট্র্যাক্ট রেশিও অনেক ভালো আসে।
কোন ডিসপ্লে বেশী ভালো?
কালার এর ক্ষেত্রে পার্থক্য
Ips ডিসপ্লের ক্ষেত্রে যেটা সঠিক কালার মানে বাস্তব কালার টাকে দেখানো হয় আইপিএস ডিসপ্লেতে। মানে আপনি একটা জিনিসকে বাস্তব জীবনে যেমন দেখবেন তেমন দেখায়,
কিন্তু AMOLED এ আরেকটু বেশী কালার দিয়ে সুন্দর দেখায়। তাই AMOLED ডিসপ্লে তে সব কিছুই দারুন লাগে।
কিন্তু IPS এর কালার একদম রিয়েল লাইফ কালার। চোখের জন্য IPS Display ভালো
কালো কালার দেখানোর ক্ষেত্রে পার্থক্য
AMOLED ডিসপ্লেতে কালো কালার কে কালো দেখানো হয় কিন্তু আইপিএস ডিসপ্লেতে কালো কালার কে কালো দেখানো হয় না সেটিকে গ্রে টাইপের দেখানো হয়।
কোন ডিসপ্লে তে চার্জ বেশি খায়?
AMOLED ডিসপ্লে এর ক্ষেত্রে যে পিক্সেল গুলো প্রয়োজন হয় না সেগুলো বন্ধ থাকে যার ফলে এটি চার্জ ফোনের চার্জ কম ব্যাবহার করে IPS ডিসপ্লে এর তুলনায়।
কোন ডিসপ্লের দাম বেশি ?
এইটা বড় একটা প্রশ্ন। কারণ আমাদের অনেক সময় ফোনের ডিসপ্লে পাল্টানোর দরকার হতে পারে। AMOLED ডিসপ্লের দাম অনেক বেশি । IPS সাধারণত কম দামী হয়।
IPS ডিসপ্লে খারাপ হয়ে গেলে সেটি সারাতেকম টাকা খরচ হয় AMOLED ডিসপ্লে এর তুলনায়।