কম বাজেটের গ্রাহকদের জন্য মটোরোলা জি সিরিজে নতুন বাজেট স্মার্টফোন এনেছে। Moto G04 । দাম কম হলেও স্মার্টফোনটিতে থাকছে দুর্দান্ত সব ফিচারস, কি কি থাকছে জানলে আপনিও চমকে যাবেন। তো দেখে নেওয়া যাক কি কি ফিচারস থাকছে এই কম বাজেটের স্মার্টফোন টিতে ।
Contents
ডিসপ্লে
90 Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ এই ফোনে এইচডি প্লাস রেজোলিউশনের একটি ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে।
বড়ো ব্যাটারি
ফোনটিতে থাকছে ৫০০০ mAH বড় ব্যাটারি, এবং সেই সঙ্গে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার।যা ফোনটিকে দ্রুত চার্জ করবে।
প্রসেসর
গতি ও মাল্টিটাস্কিংয়ের জন্য মটোরোলার এই স্মার্টফোনটিতে রয়েছে ইউনিসোক T660 প্রসেসর।
ক্যামেরা
ফোনের পিছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেন্সর। ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অন্যান্য ফিচারস
এই বাজেট স্মার্টফোনে রয়েছে ফোরজি এলটিই, ব্লুটুথ ভার্সন ৫, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং জিপিএস সাপোর্ট।
IP রেটিং
জল ও ধুলো প্রতিরোধের জন্য এই ফোনের আইপি ৫২ রেটিং এরকম কম দামের ফোনে যেটা দেখতে পাওয়া যায় না।
দাম
এই মটোরোলা মোবাইল ফোনের ৪ জিবি RAM/৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি RAM/১২৮ জিবি এই ফোনের টপ মডেলের দাম ৭,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হয়।
অফার এ পাবেন আরো কম দামে।
লঞ্চ অফারের কথা বললে, এই বাজেট স্মার্টফোনের ৪ জিবি RAM / ৬৪ স্টোরেজ ভেরিয়েন্ট কেনার সময় আপনি পুরানো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে 750 টাকার অতিরিক্ত ছাড়ের সুবিধাও পাবেন।
সি গ্রিন, সেটিন ব্লু, সানরাইজ অরেঞ্জ এবং কনকর্ড ব্ল্যাক রঙে কিনতে পারবেন মটোরোলার এই এই ফোন টি, ২২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে শুরু হবে বিক্রি।