সংসদ ভবনের নিরাপত্তায় (Parliament Security)বড় ধরনের ত্রুটি। বুধবার সংসদের বৈঠক চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ভেঙে ২ জন লোক লোকসভায় প্রবেশ করে।
বেঞ্চের উপর ঝাঁপিয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং দুই অভিযুক্তকে ধরা হয়। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন এই দিনে ২০০১ সালের অর্থাৎ ১৩ ডিসেম্বর সংসদ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং ৯ জন জওয়ান শহীদ হয়েছিল। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি লোকসভায় ঢোকার সময় স্প্রেও করেছেন।এই ঘটনার পরেই দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম।
বলা হচ্ছে, অধিবেশন চলাকালীন যে দু’জন সংসদে ঢুকেছিলেন তাদের একজনের নাম সাগর। দুজনেই সাংসদের নামে লোকসভা ভিজিটর পাসে এসেছিলেন।
আমেরিকায় থাকা খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিস (SFJ) প্রধান গুরপতবন্ত সিং পান্নুরের হুমকি ছিল ১৩ তারিখের সতর্কতা। এটা কি তাদেরই করানো কোন হামলা ছিল সে ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।
বিশ্বকাপ ম্যাচগুলির সময় থেকে বারবার ভারতে হামলার হুমকি দিচ্ছে এই মোস্ট ওয়ান্টেড খালিস্তানি জঙ্গি নেতা। তাৎপর্যপূর্ণ, ২০০১ সালে এই ১৩ ডিসেম্বরেই পুরনো সংসদ ভবনে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। একই দিনের বর্ষপূর্তিতে নতুন সংসদ ভবনের একেবারে অধিবেশন কক্ষে ঢুকে দুই ব্যক্তির আক্রমনাত্মক ভঙ্গি ও ধোঁয়ার বোমা ছোঁড়ার ঘটনাগুলি খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।
সাংসদ দানিশ আলি জানিয়েছেন যে দুজনেই মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে এসেছিলেন।
বিজেপি সাংসদের ইস্যু করা পাস নিয়ে নতুন সংসদে ঢুকে অধিবেশনে হামলার জেরে তীব্র বিতর্কে সরকারপক্ষ। কী করে দুই ব্যক্তি একাধিক নিরাপত্তা বলয় পেরিয়ে ধোঁয়ার ক্যান নিয়ে ঢুকে পড়েছিল অধিবেশন কক্ষে তাতে নিরাপত্তার বজ্র আঁটুনিতে ফস্কা গেরো প্রমাণ হয়েছে। সেই সাথে মোদীর দাবি করা নতুন সংসদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েও তীব্র বিতর্ক।
মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমার নামে লোকসভা ভিজিটর পাস দিয়ে ভিতরে এসেছিল দুজন। ক্যানিস্টার নিয়ে কিভাবে ঢুকলো তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ সংসদে একাধিকবার চেকিং হয়। পুলিশ দু’জনকেই হেফাজতে নিয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই দুই ব্যক্তি ভিজিটর পাসের মাধ্যমে লোকসভার ভিজিটর গ্যালারিতে পৌঁছান এবং সুযোগ দেখে দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়েন। তারা কি খালিস্তানপন্থী? এমনই প্রশ্ন উঠছে। নিরাপত্তার কারণে সংসদের ভিজিটর্স পাস ইস্যু বন্ধ করা হয়েছে।
বহরমপুরের সাংসদ ও লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, দুই যুবক দর্শক গ্যালারি থেকে লাফ দিয়ে কিছু একটা ছুড়ে মারে, যার থেকে গ্যাস বের হচ্ছিল। সাংসদরা তাদের ধরে ফেলে এবং নিরাপত্তাকর্মীরা তাদের বের করে নিয়ে যায়। এরপরেই দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।এটি অবশ্যই নিরাপত্তা লঙ্ঘন কারণ আজ আমরা ২০০১ সালে যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের মৃত্যুবার্ষিকী উদযাপন করছি।
তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেছেন, ‘এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তাদের লক্ষ্য কী এবং কেন তারা এই কাজ করছে তা কেউ অনুমান করতে পারেনি।আমরা সকলেই তাৎক্ষণিকভাবে হাউস থেকে বেরিয়ে এসেছি, কিন্তু এটি নিরাপত্তার বড় ত্রুটি। তারা কীভাবে ধোঁয়া যুক্তউপকরণ নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে পারে?’ তিনি আরও বলেন ওই দুজন বিজেপি সাংসদের ভিজিটর পাসের মাধ্যমে ভিতরে প্রবেশ করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখার বিষয় বলে জানান।