শাওমির নোট সিরিজ সব সময়ে ইউজাদের পছন্দ হয়েছে। এই সিরিজে আরও একটি সংখ্যা 14 যোগ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানি তাদের এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ স্মার্টফোন পেশ করতে পারে বলে জানা গেছে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই স্মার্টফোনটি আইএমইআই সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। একইসঙ্গে লঞ্চ টাইমলাইন সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং স্মার্টফোনের সম্প্রতি লিস্টিং এবং অন্যান্য তথ্য সম্পর্কে।
Redmi Note 14 সিরিজের আইএমইআই লিস্টিং
আইএমইআই সার্টিফিকেশন সাইটে Redmi Note 14 স্মার্টফোনের চীনের জন্য 24115RA8EC মডেল নাম্বার, গ্লোবালের জন্য 24115RA8EG এবং ভারতের জন্য 24115RA8EI মডেল নাম্বার স্পট করা হয়েছে।
লিস্টিঙের মাধ্যমে Redmi Note 14 Pro স্মার্টফোনের চীনের জন্য 24094RAD4C মডেল নাম্বার, গ্লোবালের জন্য 24094RAD4G এবং ভারতের জন্য 24094RAD4I মডেল নাম্বার সহ দেখা গেছে।
Redmi Note 14 Pro+ স্মার্টফোনের চীনের জন্য 24090RA29C মডেল নাম্বার, গ্লোবালের জন্য 24090RA29G এবং ভারতের জন্য 24090RA29I মডেল নাম্বার রয়েছে।
রিপোর্ট অনুযায়ী এই প্রকাশ্যে আসা মডেল নাম্বারে 2409 সংখ্যা থাকার জন্য আপকামিং Redmi Note 14 সিরিজের ফোন সেপ্টেম্বার মাসে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি Redmi Note 14 সিরিজ সেপ্টেম্বার মাসে চীনে লঞ্চ করা হতে পারে। এরপর 2025 এর শুরুতে ভারত সহ অন্যান্য গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে।
Redmi Note 14 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: সম্প্রতি লিস্টিং অনুযায়ী Redmi Note 14 স্মার্টফোনে 1.5K হাই রেজোলিউশন সাপোর্টেড এমোলেড ডিসপ্লে সহ 120Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: Redmi Note 14 স্মার্টফোনে কোয়ালকম SM7635 চিপসেট দেওয়া হতে পারে। যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 SoC প্রসেসর হতে পারে।
ব্যাটারি: লিক অনুযায়ী Redmi Note 14 সিরিজে 5,000mAh ব্যাটারি অথবা এর চেয়ে বড়ো ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে।