আপনি কি SME এর সাহায্যে লোন নিতে চাইছেন? SME এর মাধ্যমে কিভাবে লোন পাওয়া যায়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবেই তার সঙ্গে সঙ্গে এটাও থাকবে SME কি? SME কারা এই লোন পাবে? এখনো আরও গুরুত্বপূর্ণ তথ্য তো চলুন শুরু করা যাক
SME কি?
ধরুন আপনি নতুন ব্যাবসা শুরু করেছেন তাহলে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্যই এসএমই লোন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এ ঋণ পাওয়া যায়। ব্যবসা সম্প্রসারণে আপনার কাজে লাগবে। এই ঋণ পাওয়ার নিয়মও খুব একটা কঠিন নয়। যেসব ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী এক থেকে ২৫ জন, ঋণদানকারী প্রতিষ্ঠান তাদের চিহ্নিত করে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে। অন্যদিকে কর্মীসংখ্যা ২৫ জনের বেশি হলে সেটি মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ঋণ পায় এক থেকে ২৫ লাখ টাকা। মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান পেতে পারে পাঁচ লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত।
কারা পেতে পারে এসএমই লোন?
সব বৈধ ব্যবসায়ীই ব্যবসায়িক প্রয়োজনে পেতে পারেন এসএমই লোন। ঋণ পাওয়ার জন্য ব্যাবসায়ীর বয়স হতে হবে কমপক্ষে ২১, সর্বোচ্চ ৬০ বছর।তবে ঋণ পাওয়ার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে এক থেকে তিন বছর হতে হবে। থাকতে হবে ব্যবসাসংক্রান্ত বৈধ কাগজপত্র। এছাড়া ব্যবসা থেকেই ঋণ পরিশোধের সামর্থ্য থাকতে হবে। ব্যবসার সঙ্গে ঋণগ্রহীতার থাকতে হবে সরাসরি সংশ্লিষ্টতা। এর বাইরেও ব্যবসায়ীর নিজের বা তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকতে হবে অন্তত একটি ব্যাংক অ্যাকাউন্ট।
কি কি প্রয়োজন লোন নিতে
- ঋণ নেওয়ার জন্য প্রথমেই সংগ্রহ করতে হবে নির্দিষ্ট ব্যাংকের নির্ধারিত আবেদনপত্র।
- আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ব্যবসাসংক্রান্ত বৈধ কাগজপত্র_ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।
- যৌথ ব্যবসার ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে থাকতে হবে আইনসম্মত নিবন্ধনকৃত চুক্তিপত্র।
- লিমিটেড কম্পানির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন পরিচালনা পর্ষদের অনুমোদন, পরিচালকদের তালিকা ও নিবন্ধনের প্রত্যয়নপত্র এবং সংঘস্মারক ও সংঘবিধি।
- জমা দিতে হবে ব্যবসায়ীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র। ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
- ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, জমা দিতে হবে সেই ব্যাংক স্টেটমেন্ট বা হিসাববিবরণীও।
- জমা দিতে হবে ব্যবসার মাসিক এবং বার্ষিক চূড়ান্ত হিসাবের বিবরণী।
- ব্যবসা প্রতিষ্ঠানের জমির দলিল বা ভাড়ার চুক্তিপত্রও সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সঙ্গে।